রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৬ পূর্বাহ্ন

লালমনিরহাটে ব্যতিক্রমী বই বিনিময় উৎসব

লালমনিরহাটে ব্যতিক্রমী বই বিনিময় উৎসব

লালমনিরহাট প্রতিবিধি:

‘মানবতার টানে-পাশে আনে’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী ‘বই বিনিময় উৎসব’।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে শহরের হোসেন শহীদ সোহরাওয়ার্দী রেলওয়ে মাঠে ওই বই বিনিময় উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি।

বেসরকারি স্বেচ্ছাসেবি সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা শাখা ওই বই উৎসবের আয়োজন করে। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ওই বই বিনিময় উৎসব।
ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ সাধারণ সম্পাদক আশরাফ আলী মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবী জাকিয়া সুলতানা রিমু, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন জেলা শাখার সদস্য সচিব নাঈম রহমান, কার্যকরি সদস্য নাহিদ হাসানসহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, যে বইগুলো শিক্ষার্থীদের পড়া হয়েছে, সে বইগুলো জমা দিয়ে অন্যান্য বই সংগ্রহ, বই প্রেমিদের নতুন বইয়ের চাহিদা পুরন এবং বইয়ের অবচয় রোধে ওই বই উৎসবের আয়োজন করে সরকারী নিবন্ধনভুক্ত সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশন। ২০১৮ সালে সংগঠনটি জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT