রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে আগুনে সর্বস্ব হারানো সাত পরিবার পেল সেলাইমেশিন ও ছাগল

লালমনিরহাটে আগুনে সর্বস্ব হারানো সাত পরিবার পেল সেলাইমেশিন ও ছাগল

রংপুর টাইমস :

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামে গত ২২ ডিসেম্বর ভয়াবহ আগুনে সর্বস্ব হারানো ৭ পরিবারকে পুনর্বাসন করার লক্ষে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোকে সেলাইমেশিন ও ছাগল বিতরণ করা হয়েছে।

আজ (৬ জানুয়ারি) শনিবার সামাজিক সংগঠন কাজী এনাম ফাউন্ডেশন-ইউএসএ’র অর্থায়নে পরিবার গুলোর মাঝে ছাগল ও সেলাই মেশিন হস্তান্তর করা হয়। ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মধ্যে ছয় পরিবারকে ছয়টি ছাগল ও আরেক পরিবারকে একটি সেলাইমেশিন দেওয়া হয়।

 

কাজী এনাম ফাউন্ডেশন এর উত্তর অঞ্চল প্রতিনিধি সাংবাদিক সাব্বির আহমেদ উপস্থিত থেকে পরিবারগুলোর মাঝে ছাগল ও সেলাইমেশিন হস্তান্তর করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাংগা ইউনিয়নের ২২ শে ডিসেম্বরের অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায় চারটি ছাগল ও দুটি গরু সহ মূল্যবান সকল সম্পদ পুড়ে যাওয়ায় পরিবারগুলো নিঃস্ব হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT