শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হাতীবান্ধায় টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

হাতীবান্ধায়

টর্চ লাইট চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কাবুল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের উত্তর সিঙ্গিমারী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কাবুল হোসেন ওই এলাকার মৃত আবু বক্করের ছেলে।

খোঁজ নিয়ে জানায়, বৃহস্পতিবার সকালে নিজ ঘরে টর্চ লাইট চার্জ দিতে যায় কাবুল। এ সময় অসাবধানতা বসত বিদ্যুৎস্পৃষ্ট হয় কাবুল। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

সিঙ্গিমারী ইউনিয়ন চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বলেন, আহত অবস্থায় মেডিকেলে নেওয়ার পথে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, বিষয়টি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমাদেরকে অবগত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT