শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

তিনদিন পর বাংলাদেশী নারীর মরদেহ ফেরত দিল বিএসএফ

তিনদিন পর বাংলাদেশী নারীর মরদেহ ফেরত দিল বিএসএফ

Exif_JPEG_420

মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদক:

পাটগ্রাম উপজেলার সরকারেরহাট ধবলগুড়ি সীমান্তে নদীতে ডুবে নিখোঁজের তিনদিন পর ভারত থেকে মমিনা খাতুন (৩০) নামের এক মানসিক প্রতিবন্ধী নারীর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (৮আগষ্ট) সন্ধ্যায় ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন-২) এর ধবলগুড়ি সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যদের হাতে মরদেহ হস্তান্তর করে বিএসএফ।

জানা গেছে, গত ৫ আগষ্ট পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ধরলা নদী পাড়াপাড়ের সময় নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মোবারক হোসেনের মানসিক প্রতিবন্ধী মেয়ে মমিনা খাতুন (৩০)।

পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা শীতলখুচি এলাকায় তার মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা জানান, ভারতে বসবাসকারী আত্মীয়দের খবর দিলে তারা শীতলখুচি এলাকার বিএসএফ ক্যাম্পে গিয়ে মরদেহটির পরিচয় সনাক্ত করেন।

বিজিবি-বিএসএফ এর পতাকা বৈঠকের পর দীর্ঘ আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৮আগষ্ট) সন্ধ্যায় মমিনা খাতুন (৩০) এর মরদেহ বিজিবির হাতে হস্তান্তর করা হয়। এরপর লাশ পরিবারের লোকজনের হাতে তুলে দেন বিজিবি সদস্যরা।

এম.এফ/রংপুর টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT