শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

আমাদের মনে রাখতে হবে সড়ক পরিবহন সব শ্রমিক এক কাতারে-শাজাহান খান

আমাদের মনে রাখতে হবে সড়ক পরিবহন সব শ্রমিক এক কাতারে-শাজাহান খান

লালমনিরহাট প্রতিনিধি।।
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান (এমপি) বলেছেন, আমরা শ্রমিক আমাদের মাঝে বিভিন্ন রাজনৈতিক মতভেদ থাকতে পারে। আমরা শ্রমিকদের স্বার্থে কখনো জলাঞ্জলি দিবো না। আমাদের মনে রাখতে সড়ক পরিবহন সব শ্রমিক এক কাতারে।
শনিবার( ২৯ জুলাই) বিকেলে লালমনিরহাট জেলা ট্রাক, ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারণ সভায়  তিনি এসব কথা বলেন।
দীর্ঘ ২৫ বছর পর অনুষ্ঠিত লালমনিরহাটে শ্রমিকদের এই সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান(এমপি) আরে বলেন, রাজনৈতিক দল জনগণের ভোটে ক্ষমতায় যাবে এটাই বিধান। বিএনপি জামায়াকে উদ্দেশ্য করে প্রধান অতিথি বলেন, আমরা দেখেছি গত ২০১৩,১৪,১৫ সালে কিভাবে মানুষকে পুড়িয়ে হত্যা করেছ হয়েছে। প্রেট্রল বোমা নিক্ষেপ করে ড্রাইভার, হেলপার, যাত্রীদেরকে পুড়িয়ে মারা হয়েছে।
লালমনিরহাট জেলা ট্রাক,ট্রাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি পুলিন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ত্রি-বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ মতিয়ার রহমান। সভায় প্রধানবক্তা হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, বিশেষ অতিথি হিসেবে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক  এম এ মজিদ, লালমনিরহাট ট্রাক ট্যাংক লড়ী কার্ভাডভ্যান,মালিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন খান  উপস্থিত ছিলেন।
লালমনিরহাটে শ্রমিকদের এই সাধারণ সভা শুরুর পূর্বে সভাস্থলে প্রবেশকরাকে কেন্দ্র করে শ্রমিকদের দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে যেখানে দুইগ্রুপের অন্তত ৫জন শ্রমিক আহত হয়।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে সভার কার্যক্রম শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে সমাপ্তি হয়।
সভা শেষে শ্রমিকদের নেতা নির্বাচনে নির্বাচন পূর্ব প্রস্তুতি ও নির্বাচন পরিচালনার জন্য একটি কমিটি ঘোষণা করা হয়। যে কমিটিকে সাদরে গ্রহণ করে করতালির মাধ্যমে অভিবাদন জানায় সাধারণ শ্রমিকরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT