মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন

৬ বছরেই দেশের ৬৪ জেলা ঘুরেছেন সাফাত-শিখা দম্পতি

৬ বছরেই দেশের ৬৪ জেলা ঘুরেছেন সাফাত-শিখা দম্পতি

বাংলাদেশি হয়েও দেশের ৬৪ জেলা ঘুরে দেখেছেন এমন মানুষের সংখ্যা হয়তো খুব বেশি নয়।

তবে এক দম্পতি আছেন, যারা বিগত ৬ বছরে দেশের ৬৪ জেলা ঘুরে বেড়িয়েছেন। বলছি, সাখাওয়াত হোসেন সাফাত ও জান্নাতুল ইসলাম শিখার কথা।

এই দম্পতি একে একে ঘুরে দেখেছেন দেশের ৬৪ জেলা। সম্প্রতি তারা ফেসবুকে ‘৬৪ জেলা, ৬৪টি ছবি’ নামক একটি অ্যালবাম প্রকাশ করেছেন। যেখানে প্রতিটি ছবির ক্যাপশনে তাদের ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করেছেন।

‘৬৪ জেলা, ৬৪টি ছবি যেখানে গল্প থাকবে, আমাদের স্মৃতি থাকবে- এই চাওয়া নিয়েই আমাদের বাংলাদেশ ঘুরে দেখার যাত্রা শুরু হয়েছিলো’ বলে ফেসবুক স্ট্যাটাসে জানান সাখাওয়াত হোসেন সাফাত। তিনি আরও জানান, ৬ বছর ধরে চলা এই জার্নিটা আমাদের কাছে প্রচণ্ড ভালোলাগার, ভীষণ মায়া আর আবেগের।

তাদের অ্যালবামের প্রথম ছবিতে দেখা যাচ্ছে রাতের ঢাকায় সোডিয়ামের আলোমাখা রাস্তায় হাত ধরে দু’জন হেঁটে চলেছেন… এই ছবির ক্যাপশনে লেখা, ‘আমি আর শিখা যখন ভার্সিটিতে ভর্তি হয়ে প্রথম ঢাকা আসি, আমাদের কিছুই ভালো লাগতো না। একে তো পরিবারের থেকে দূরে, তার উপর যান্ত্রিক এই জীবন! এই সবকিছু দূরে ঠেলে আমরা একটু একটু করে নিজেদের ভালো লাগাগুলো বের করতে শুরু করলাম।’

‘ঘুরে বেড়ানো, ক্যাম্পাসের সকাল-সন্ধ্যা কাটানো সবকিছুতেই ক্রমে নিজেদের ব্যস্ত করলাম। আমাদের সেই স্মৃতিময় সময়ের অনেকটা কেটেছে ক্যাম্পাসের সোডিয়াম আলোয় হাত ধরে হেঁটে বেড়ানোতে। কীভাবে যেন মায়াবী এই জাদুর শহর ঢাকার প্রেমে পরে যাই আমরা।’

‘সেই সময়ে ক্যাম্পাসে দুজনের ছবি না থাকলেও ঢাকার রাস্তায় সোডিয়াম আলো দেখা একটা স্মৃতি আমাদের আছে ভাণ্ডারে। এক রাতের পাগলামিতে আমি আর শিখা বেরিয়ে পরি ঢাকার রাস্তায় ছবি তুলতে।’ সাফাত আরও লেখেন, ‘ঢাকা জেলায় তো আর আমাদের ছবির অভাব নেই, তবে অসম্ভব প্রিয় এই ছবিটাই হয়ে থাকুক আমাদের প্রাণের শহর ঢাকার স্মৃতি হয়ে।’

সাখাওয়াত হোসেন পেশায় একজন আলোকচিত্রী। তার স্ত্রী জান্নাতুল ইসলাম কর্মরত আছেন আইডিএলসি নামক বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানে। সাফাত-শিখা দম্পতি হিসেবেই এখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি পরিচিত।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT