পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় স্বামীর সাথে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ রয়েছেন ছালেহা বেগম ছানু (৫০) নামে এক মহিলা। এ ঘটনার প্রায় ২৬ দিন অতিবাহিত হলেও থানায় জিডি পর্যন্ত করা হয়নি। বরং স্বজনরা অপেক্ষা করছেন জনৈক ফকির (তান্ত্রিক) ওই মহিলাকে উদ্ধার করে দিবেন এই আশায়। ছালেহা বেগম উপজেলার অনন্তরাম আসামপাড়া গ্রামের দিনমজুর আব্দুল আজিজের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ২৬ দিন আগে রাতের বেলা ছালেহা বেগমের সাথে তার স্বামী আব্দুল আজিজের সাংসারিক ছোট খাটো বিষয়ে সামান্য ঝগড়া হয়। পরদিন আব্দুল আজিজ উপজেলা ট্রেজারি অফিসে একটা কাজে যান। সেখান থেকে বাড়িতে ফিরে দেখেন তার স্ত্রী বাড়িতে নেই।
এ সময় আশেপাশে খোঁজাখুঁজি করতে থাকেন স্বামী আব্দুল আজিজ। এক পর্যায়ে ছালেহার খোঁজ পাওয়া না গেলে সবাই ভেবে নেন হয়তো তিনি অভিমান করে কোন আত্মীয়-স্বজনের বাড়িতে গেছেন। অভিমান ভাঙলে বাড়িতে চলে আসবেন। কিন্তু ঘটনার পর ২৭ দিন অতিবাহিত হলেও ছালেহা বেগম আজও বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার পর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় সন্ধান চালিয়েও শেষ পর্যন্ত না পেয়ে বেশ কিছুদিন ধরে ঘুরছেন ফকিরের (তান্ত্রিক) বাড়ি বাড়ি। ফকির নাকি তন্ত্র-মন্ত্রের বলে নিখোঁজ ছালেহাকে বাড়িতে ফিরিয়ে আনবেন এই আশায় অপেক্ষা করছেন স্বজনরা। এমনকি এই আশায় থানায় জিডি পর্যন্ত করেননি তারা। ছালেহা বেগমের দুই মেয়ে ও এক ছেলে সবার বিয়ে হয়েছে। ছালেহার বড় মেয়ে মর্জিনা বেগম বলেন, পাশ্ববর্তী ব্রাহ্মণীকুন্ডা বামনপাড়ার জনৈক কুদ্দুস ফকির তাদের কাছে টাকা-পয়সা নিয়ে তাবিজ-কবজ করেছেন তার মাকে ফেরানোর জন্য।
এর আগেও ওই ফকির নাকি অনেক হারানো মানুষকে ফিরিয়ে এনেছেন জানান মর্জিনা বেগম। প্রতিবেশীরা জানান, ছালেহা বেগমের স্বামী খিটখিটে স্বভাবের। অল্প কিছুতেই তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর আগেও ছালেহা বেগম রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। সেবার ৫-৬ দিনের মধ্যে বাড়িতে ফিরলেও এবার এতদিন হয়ে গেলেও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা। বিষয়টি থানা পুলিশে জানানোর পরামর্শ দেওয়া হলেও তারা তা না করে ফকিরের আশায় বসে আছেন।
এ ব্যপারে পীরগাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাহিদ হাসান জানান, নিখোঁজ ছালেহার বিষয়ে থানায় কেউ অবগত করেননি। তবে তিনি এ বিষয়ে খোঁজখবর নিবেন।