শিক্ষা সবার মৌলিক অধিকার এবং আর্থিক অসচ্ছলতা কখনোই মেধার পথে বাধা হতে পারে না। শিহাব আহমেদ ফাউন্ডেশন এই বিশ্বাসকে ধারণ করে পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ । এর ধারাবাহিকতায় ২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পর্যায়ে উচ্চশিক্ষার জন্য “শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি – ২০২৪” এর জন্য আবেদনপত্র আহ্বান করা হচ্ছে।
শিহাব আহমেদ ফাউন্ডেশন বিশ্বাস করে, যারা স্বপ্ন দেখতে জানে এবং তা পূরণে অগ্রসর হয়, তারাই ভবিষ্যতের নেতৃত্ব দেবে। এই লক্ষ্য অর্জনে শিহাব আহমেদ ফাউন্ডেশন আপনাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে অঙ্গীকারবদ্ধ। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের জন্য এই মাসিক শিক্ষাবৃত্তির মাধ্যমে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করা সম্ভব হবে। শুধুমাত্র লালমনিরহাট জেলার অন্তর্ভুক্ত হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মেধাবী শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে।
• যে সকল শিক্ষার্থী সরকারি বৃত্তি বা অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন, তারা “শিহাব আহমেদ শিক্ষাবৃত্তি”র জন্য বিবেচিত হবেন না।
• যে সকল আবেদনকারীর পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ২,৪০,০০০/- টাকার ঊর্ধ্বে, তাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না।
• ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপরোক্ত যোগ্যতাসম্পন্ন হতে হবে।
• নির্বাচিত শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা এবং সরেজমিনে বাসস্থান পরিদর্শনের পর ফলাফল চূড়ান্ত করা হবে।
• চূড়ান্তভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বৃত্তির অর্থ প্রদান করা হবে।
• হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার ২০টি ইউনিয়ন থেকে ২০টি কোটার মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হবে।
• শিক্ষাবৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
• পরীক্ষার সময়সূচী এবং ফলাফলসহ অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কার্যক্রমের ধাপসমূহঃ
১। অনলাইনে আবেদনপত্র পূরণ।
২। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ।
৩। লিখিত পরীক্ষা এবং প্রয়োজনীয় কাগজপত্র দাখিল।
৪। সরেজমিনে বাসস্থান পরিদশন