রংপুর টাইমস :
লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা নদীর তীরবর্তী এলাকায় অসহায় ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সুপ্রিম কোর্ট বারের সাবেক নির্বাচিত সিনিয়র সহ সম্পাদক (বিএনপি প্যানেল) ও জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল।
শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে হাতীবান্ধা উপজেলার চর গড্ডিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপি নেতা ব্যারিস্টার মাজেদুল ইসলাম পাটোয়ারী উজ্জ্বল তারেক রহমানের রাষ্ট্র কাঠামো ৩১ দফার লিফলেট বিতরণ করেন।
জানা গেছে, প্রতি বছরের ন্যায় এ বছরও হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার অসহায় দরিদ্র, ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে প্রায় দুই হাজার কম্বল বিতরন করেন।
এ বিতরণ কার্যক্রমকে মহতী উদ্যোগ ও অনুকরণীয় উদাহরণ বলে অভিমত স্থানীয়দের।