বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

হাতীবান্ধায় প্রেমের টানে বাংলাদেশে এসে আটক ভারতীয় যুবক 

হাতীবান্ধায় প্রেমের টানে বাংলাদেশে এসে আটক ভারতীয় যুবক 

লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটের হাতীবান্ধায় প্রেমের টানে অবৈধভাবে প্রেমিকার বাড়িতে আরিয়ান মির্জা (২২) নামের এক ভারতীয় যুবক। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রোববার (৩০ জুন) রাতে উপজেলা ডাউয়াবাড়ী ইউনিয়নে উত্তর বিছনদই গ্রাম থেকে ভারতীয় নাগরিককে আটক করে হাতীবান্ধা থানা পুলিশ।
প্রেমিক আরিয়ান মির্জা ভারতের মুর্শিদাবাদের শহর বহরমপুর এলাকার রাজেস মির্জার ছেলে।
জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের উত্তর বিছনদই এলাকার এক নিঝুম নামে যুবতীর সাথে পরিচয় হয় ভারতীয় নাগরিক আরিয়ান মির্জার। দীর্ঘ দুই বছর ধরে চলে তাদের প্রেমের সম্পর্ক। এমতাবস্থায় রোববার সকালে প্রেমিকার বাড়িতে এসে ওঠেন প্রেমিক আরিয়ান মির্জা। এমন খবরে ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে হাতীবান্ধা থানা পুলিশ।
এ বিষয়ে ভারতীয় নাগরিক আরিয়ান মির্জা বলেন, ফেসবুকে আমাদের পরিচয় হয়। দীর্ঘ দুই বছর থেকে আমাদের প্রেমের সম্পর্ক। আমি অবৈধভাবে কমলাকান্ত সীমান্ত পার হয়ে তার কাছে এসেছি। এখন আমি বাড়িতে যেতে চাই। অবৈধভাবে এসে আমার ভুল হয়েছে।
প্রেমিকা নিঝুম বলেন,আমার সাথে দীর্ঘদিন ধরে তার প্রেমের সম্পর্ক। এর মধ্যে আমার বাবা অন্য জায়গায় বিয়ে দেওয়ার কথা শুনে সে ভারত থেকে আমাকে নিতে এসে পুলিশের হাতে ধরা পড়েছেন। আমি তাকে এখনো ভালোবাসি।
এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ মাহামুদুন নবী বলেন, ভারতীয় এক নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।  আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে  পাঠান হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT