বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন

হাতীবান্ধায় প্রাধান শিক্ষকের পদত্যাগ কার্যকরের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীর বিক্ষোভ ও মিছিল

হাতীবান্ধায় প্রাধান শিক্ষকের পদত্যাগ কার্যকরের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীর বিক্ষোভ ও মিছিল

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দক্ষিণ জাওরানী আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দীনের পদত্যাগ কর্যকর এবং অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মিছিল করেছে শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকাবাসী।

 

রোববার (২৪ আগষ্ট) দুপুরে বিদ্যালয় চত্বরে ব্যানার ও হাতেলেখা প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয় চত্বর মিছিল করেন। প্রধান শিক্ষক এ সময় বিদ্যালয়ে ছিলেন না। এসময় এলাকাবাসীসহ অভিভাবক ও ওই বিদ্যালয়ের ১৮ জন শিক্ষকরা অংশ গ্রহন করেন। প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে নানা ধরনের স্লোগান দেয়।

 

শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্য, উন্নয়ন বরাদ্দের টাকা আত্মসাৎ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষকদের দমন, নানান অনিয়মের বিষয় ব্যানারে উল্লেখ করে তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।

 

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন,দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জসীমউদ্দীন স্যারের পদত্যাগ চাই। তিনি বিগত দিনে অনেক অনিয়ম করেছেন। মাত্র ৫০ টাকা ফ্রি জন্য পরীক্ষার হল থেকে বের করে দিয়েছেন। আমরা দুর্নীতিমুক্ত স্কুল চাই।

এ বিষয়ে সহকারী প্রধান শিক্ষক উত্তম কুমার বকুল বলেন, শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। আমরা তাকে সমর্থন করেছি। গত ১২ বছরে অনেক নিযার্তনের শিকার আমরা। তাই তাদের সঙ্গে সহমত পোষণ করে মিছিলে অংশগ্রহণ করেছি। বিষয়টি আমরা উপজেলা শিক্ষা অফিসার ও নির্বাহী কর্মকর্তা স্যারকে জানিয়েছি।

এ বিষয়ে দক্ষিণ জাওরানি আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT