শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২ পূর্বাহ্ন

হাতীবান্ধায় পাটখড়ির আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবার

হাতীবান্ধায় পাটখড়ির আগুনে পুড়ে নিঃস্ব তিন পরিবার

মোঃ ফরহাদ হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের কুলাডাবরী এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে তিন পরিবারের ব্যবহার্য সকল আসবাবপত্রসহ তিনটি ঘর পুড়ে ভস্মীভূত হয়ে গেছে।

সোমবার (০৩ অক্টোবর) সন্ধ্যায় কুলাডাবরী এলাকার নুরুদ্দিনের ঘরের ভেতর আগুনের সুত্রপাত ঘটে। হাতীবান্ধা ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ঘরের ভিতরে থাকা কোনো আসবাবপত্র বাঁচানো সম্ভব হয়নি। এই ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবারের লোকজন।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। ভয়াবহ এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে নুরুদ্দিন তার ছেলে সলিমুদ্দিন এবং ভাগিনা খতিবর রহমান ক্ষতিগ্রস্ত হয়েছেন। অগ্নিকাণ্ডের ফলে তিনটি ঘরে থাকা স্টিলের আলমারি, চেয়ার, টেবিল, খাট এবং অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে সেই সাথে ঘরে থাকা বিশ হাজার টাকাও পুড়ে গেছে বলে জানিয়েছেন ওই বাড়ির মালিক নুরুদ্দিন।

ফায়ার সার্ভিস কর্মীরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে তবে, ওই পরিবারের মহিলারা বলছেন ঘরে জমিয়ে রাখা পাটকাঠিতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে।

আগুনে সর্বস্ব পুড়ে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে ওই পরিবারের মানুষ, শিশুদের নিয়ে খোলা জায়গায় কাটিয়েছেন বিনিদ্র রাত। অগ্নিকান্ড প্রতিরোধে শিশুদের আগুন থেকে দূরে রাখার পাশাপাশি বাড়ির সকল মানুষকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মীরা।

এম.এফ/রংপুর টাইমস

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT