রংপুর টাইমস:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের মৃত আব্দুল আজিজ প্রামানিক এর ছেলে লাভলু প্রামানিক আওয়ামী লীগের আমলে ওই এলাকার আজিজার রহমানের অবৈধভাবে ১৭৬ শতক জমি দখল করেন। পরবর্তীতে লাভলু প্রামানিক, তার নিজস্ব দুই ভাই ও দুই ব্যাক্তির কাছে মোটা অংকে ওই জমি বিক্রি করেন।
সোমবার (২ ডিসেম্বর) ফকিরপাড়া ইউনিয়ন পরিষদে এক সালিশের মধ্যে প্রকৃত জমির মালিক আজিজার রহমান ১৩৯ শতক জমির রায় পান।
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, দুই পক্ষের মধ্যে ইউনিয়ন পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অপর একটি অংশের ৭১ শতক জমি আমার নিয়ন্ত্রণে থাকবে। বাকি কাগজপত্র দেখে তারপর সিদ্ধান্ত নেয়া হবে। উল্লেখ: আওয়ামী লীগের আমলে জোরপূর্বক আবু সেলিম গং দের প্রায় ৪ বিঘা জমি ও দখল করে লাভলু প্রামানিক গং। অপর দিকে আদালতের একটি মামলায় ৫ বছরের সাজা প্রাপ্ত আসামি হন। এবিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে। সম্প্রতি সময়ে অসংখ্য ঘটনায় জড়িত লাভলু প্রামানিক। লাভলু প্রামানিক গং রাতের আঁধারে জমি চাষ করার অপরাধে ওই ভুক্তভোগী আজিজার রহমান হাতীবান্ধা থানায় ৭ জনের নামে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে হাতীবন্ধা থানার এসআই সাজু মিয়া ঘটনাস্থল তদন্ত করেন। লাভলু প্রামানিকের ২ ছেলে। হাসান ইকবাল প্রামাণিক মিলু সাবেক যুব লীগ নেতা ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, অপর জন ইমু প্রামানিক ফকিরপাড়া ৫ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি।
গত ৩ সেপ্টেম্বর ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ এলাকায় সেলিম গং তাদের জমিতে ঘরের বেড়া দিতে গেলে লাভলু প্রামানিক গং তা বাধা প্রদান করেন। এতে সাংবাদিক রবিউল হাসান ভিডিও ধারণ করলে তাকে বিভিন্নভাবে হুমকি প্রদান করেন। পরে আদালতে লাভলু প্রামানিক সাংবাদিক ও তার মায়ের নামে মিথ্যা মামলা দায়ের করেন।
বড়খাতা ইউনিয়নের সমাজসেবক আনারুল হক বলেন, লাভলু প্রামানিক অবৈধভাবে ১৭৬ জমি ভোগ দখল করে আসছিল। আজ দুই পক্ষে দলিল দেখাদেখির ফলে লাভলু প্রামানিক মাত্র ৩৭ শতক জমির পান। বাকী ১৩৯ শতক জমি প্রকৃত মালিক আজিজার রহমান বলে জানান।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুনবী জানান,ফকিরপাড়া ইউনিয়নের জায়গা জমির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।