শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

হাতীবান্ধায় এক ছাগলের ৫টি বাচ্ছা প্রসব

হাতীবান্ধায় এক ছাগলের ৫টি বাচ্ছা প্রসব

জেলা প্রতিনিধি লালমনিরহাট।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার একটি ছাগল ৫টি বাচ্ছা প্রসব করেছে। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে। এক নজর দেখার জন্য  উৎসুক জনতাকে ভীড় করছে।

বৃহস্পতিবার  (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের টংভঙ্গা গ্রামে এক কৃষানীর বাড়িতে একটি ছাগল পাঁচটি বাচ্চা প্রসব করেন।

উপজেলার টং ভাঙ্গা গ্রামের মৃত রফিকুল ইসলামের স্ত্রী রোকেয়া বেগম পালিত ছাগলটির মালিক।

টংভাঙ্গা গ্রামের সরকার পাড়ার কোরবান আলী বলেন, আমার বাড়ির কাছে একটি ছাগল পাঁচটি বাচ্চা প্রসব করেছে। খবর শুনেই দেখতে এসেছি। কালো ও লাল রঙের ছাগলগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।

গৃহবধূ রোকেয়া বেগম বলেন, তিনি বেশ কয়েক বছর ধরে দেশি ছাগল পালন করে আসছেন। এর আগেও এ ছাগলে ৩টি বাচ্ছা প্রসব করেছে। আজ দুপুরে আবারো একসঙ্গে ৫টি বাচ্ছা প্রসব করলো। বাচ্ছা ও তার মা উভয়েই সুস্থ আছে। ছাগল পালন করে আমি স্বাবলম্বী হচ্ছি।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মাহমুদুল হাসান বলেন, একটি ছাগলের ৫টি বাচ্ছা প্রসবের খবরটি আমার নজরে এসেছে।  এটি আল্লাহ প্রদত্ত একটি ঘটনা। ছাগল ও তার বাচ্চাগুলো যেন সুস্থ থাকে এজন্য ওই মালিককে সহযোগিতা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT