লালমনিরহাট ডেস্ক:
বাংলানিউজের জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন করেছে কালীগঞ্জ প্রেস ক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
মানববন্ধনে সাংবাদিক নাদিম হত্যাকান্ডে জড়িতদের দৃষ্ঠান্তমুলক শাস্তির মাধ্যমে সাংবাদিক হত্যা,নির্যাতন গুম খুন প্রতিরোধে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তায় দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানিয়ে বক্তব্য প্রদান করেছে সাংবাদিক নেতারা।
রোববার(১৮ জুন) দুপুরে লালমনিরহাট জেলার মধ্যাঞ্চল কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববর্ম অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হলেও বাস্তবে সত্য লিখলে সাংবাদিকদের খুন করা হচ্ছে। হামলা মামলায় হয়রানী করা হচ্ছে। সাগর রুনিসহ সারা দেশে অনেক সাংবাদিককে হত্যা করা হলেও আজ পর্যন্ত কোন ঘটনার বিচার শুরু করেনি সরকার।
অথচ ক্ষমতায় আসলে বার বার বলে থাকেন দেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে সেটা তাদের মুখেই। বক্তারা বলেন, সাংবাদিক নাদিম সত্য লেখার কারনে খুন হয়েছেন। সুষ্ঠ বিচার হলে কোন অপশক্তি সাংবাদিকদের উপর হামলা করার সাহস পেত না। তাই সাংবাদিক নাদিম হত্যার দৃষ্ঠান্ত মুলক শাস্তি নিশ্চিত করে সরকারকে একটি দৃষ্ঠান্ত স্থাপনের দাবি জানান মানববন্ধনের সাংবাদিক নেতারা।