বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৩ অপরাহ্ন

শ্রমিক দিবসে দাবি আদায়ে বুড়িমারী স্থলবন্দরে মানববন্ধন, সমাবেশ

শ্রমিক দিবসে দাবি আদায়ে বুড়িমারী স্থলবন্দরে মানববন্ধন, সমাবেশ

রংপুর টাইমসঃ
১ মে আন্তজার্তিক শ্রমিক দিবসে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে সাধারণ শ্রমিকদের দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। ৫ দফা দাবি বাস্তবায়নে এ মানববন্ধন ও সমাবেশ করা হয়।

 

সোমবার (০১ মে) দুপুরে বুড়িমারী স্থলবন্দর-পাটগ্রাম মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বুড়িমারী বাজার মসজিদের পাশে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সদস্য ও বুড়িমারী সাধারণ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামছুল হুদা, সহ সভাপতি সাজ্জাদ হোসেন, জামিয়াল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।

 

সমাবেশে শ্রমিকরা ৫ দফা দাবিতে উল্লেখ করে বলেন- শ্রমিকদের বিভিন্ন দল ও সংগঠন পরিচালনাকারী ২৪ জন শ্রমিক সর্দার বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সদস্যদের প্রায় ৪৪ কোটি টাকা আত্মসাৎ করেছে। অবিলম্বে সর্দারদের পদত্যাগ ও আহবায়ক কমিটি গঠন, প্রয়োজনীয় সময়ে নির্বাচনের মাধ্যমে সংগঠনের কমিটি গঠন, নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব প্রদান, সাধারণ শ্রমিকদের পাওনা টাকা ফেরত ও আন্দোলনকারী সাধারণ শ্রমিকদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়।

এর আগে সকাল ১১ টায় ১ মে আন্তজার্তিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বুড়িমারী স্থলবন্দর প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

পরে সাধারণ শ্রমিকদের নায্য অধিকার ও দাবি আদায়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বুড়িমারী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ শ্রমিকরা। এতে কয়েক হাজার শ্রমিক অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT