শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫২ অপরাহ্ন

লালমনিরহাট-৩ আসন পূর্ণ উদ্ধার ও ত্যাগী নেতাকে নৌকার মনোনায়ন দেয়ার দাবি

লালমনিরহাট-৩ আসন পূর্ণ উদ্ধার ও ত্যাগী নেতাকে নৌকার মনোনায়ন দেয়ার দাবি

জেলা প্রতিনিধি, লালমনিরাহট।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  লালমনিরহাট-৩ আওয়ামী লীগের আসনটি পূর্ণ উদ্ধার ও ত্যাগী নেতাকে নৌকার মনোনায়ন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগ।

মঙ্গলবার ( ২১ নভেম্বর) দুপুর ১২টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন বাদল। এর আগে একই দাবিতে গণমিছিল বের করে সড়ক প্রদক্ষিন করে দলটির নেতাকর্মীরাসহ সাধারণ ভোটাররা।

সংবাদ সম্মেলনে বলা হয়, লালমনিরহাট ৩ আসনটি বিগত কয়েকটি নির্বাচনে শরীকদল জাতীয় পার্টিকে ছেড়ে দেয়া হয়। ফলে জনসমর্থন থাকলেও দলীয় ভাবে সংসদ সদস্য গঠন করা সম্ভব হয়নি। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ৩ আসনে নৌকা প্রতীক চেয়ে মনোনায়ন সংগ্রহ করেছেন জেলা আওয়ামীলীগের সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ কয়েকজন।

অ্যাডভোকেট মতিয়ার রহমান জনবান্ধব ও ত্যাগী পরিচ্ছন্ন একজন নেতা। কোন জায়গাটা আসন্ন নির্বাচনে এ আসনে মতিয়ার রহমানকে নৌকা প্রতীক দিতে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আবেদন জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজু,দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম খন্দকার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনসহ জেলা যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT