শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন

লালমনিরহাট সীমান্তে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে দুই যুবকে বিএসএফের গুলি

লালমনিরহাট সীমান্তে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে দুই যুবকে বিএসএফের গুলি

 

জেলা প্রতিনিধি,লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে দিয়ে বাংলাদেশে অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে দুই রাখালকে গুলি চালানোর অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফের বিরুদ্ধে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।

 

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর খামারভাতি এলাকার ৯১৩ নম্বর মেইন পিলার সীমান্তে এই ঘটনা ঘটে।

 

ভুক্তভোগী বাংলাদেশি দুই রাখাল হলেন- উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের খামারভাতি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এনামুল হক (২৮) ও একই এলাকার বাবর আলীর ছেলে ইন্টু মিয়া(৩০)।

 

স্থানীয়রা জানান, দুপুরে বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে হঠাৎ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করেন। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষীর বাহিনী বিএসএফ বাংলাদেশি অভ্যন্তরে প্রবেশ করে গুলি চালায়। বাংলাদেশে দুই যুবক তাৎক্ষণিক সরে গেলে তাদের শরীরে কোন গুলি লাগেনি। এ ঘটনার পর থেকেই খামার ভাতি এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সীমান্তবাসী অভিযোগ করে বলেন, প্রতিনিয়তই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফরা বাংলাদেশীদের ধাওয়া করেন। এমনকি অনেক সময় আটকে মারধর করেন।

চন্দ্রপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদ বলেন, বাংলাদেশের অভ্যন্তরে ছাগল নিয়ে ঘাস খাওয়াতে গেলে বিএসএফ বাঁধা দেয়। পরে বিএসএফ ধাওয়া পালিয়ে আসার সময় তাদের লক্ষ্য করে বিএসএফ এক রাউন্ড গুলি চালায়। এতে কেউ আহত হয়নি।

চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন,বিষয়টি এক ইউপি সদস্যের মাধ্যমে জানিয়েছি। এ ঘটনার পর আমরা বিষয়টি বিজিবিকে অবগত করেছি।

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বলেন,এ ঘটনায় আমরা খোঁজখবর নিচ্ছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT