শনিবার, ২৪ মে ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

লালমনিরহাটে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও গাঁজা জব্দ

রংপুর টাইমস :

লালমনিরহাটে ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ১ কেজি গাঁজাসহ ১টি চার্জার ভ্যান জব্দ করেছে বিজিবি।

 

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোর ৫ টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি’র টহলদল কর্তৃক এক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৪৮/৪- এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজনামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন ভারতীয় ২২৩ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ১টি বাইসাইকেল জব্দ করে।

পৃথক ঘটনায় অপরদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপি এলাকায় শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন- ১৫ বিজিবি’র অধীনস্থ ঝাউরানী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯০৯/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউরানী বাজার নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন ভারতীয় ৩৪৯ বোতল ফেন্সিডিল ও ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট (১৫বিজিবি)র’ অধিনায়ক লেঃ কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমমে বলেন, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বিওপি হতে ২২৩ বোতল ফেন্সিডিল ও ১ কেজি গাঁজা সহ ১টি বাইসাইকেল আটক করে বিজিবি টহল দল। অপর দিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঝাউরানী বিওপির বিজিবি টহলদল কর্তৃক
৩৪৯ বোতল ফেন্সিডিল ও ১টি চার্জার ভ্যান জব্দ করা হয়। প্রতিনিয়ত সীমান্তে চোরাচালান রোধে আমরা কঠোর অবস্থানে রয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT