শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৪ অপরাহ্ন

লালমনিরহাটে বিজিবি উপর হামলা,গুলিবিদ্ধসহ আহত ২

লালমনিরহাটে বিজিবি উপর হামলা,গুলিবিদ্ধসহ আহত ২

জেলা প্রতিনিধি,লালমিনরহাট।।

লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে সংঘবদ্ধ একটি চক্র বিজিবির ওপর দেশীয় ধারালো অস্ত্রদিয়ে হামলা চালায়। এতে এক বিজিবি সদস্য আহত হন। সংঘবদ্ধ চোরাকারবারীদের ছত্রভঙ্গ করতে বিজিবি সদস্যরা ৩৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে পারভেজ হোসেন(২২) নামে এক যুবকের পায়ে গুলিবিদ্ধ হয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের মেইন পিলার ৯১৮ নং এর কাছে বাংলাদেশের অভ্যান্তরে খানকারচর নামকস্থানে এ ঘটনা ঘটে।

বিজিবি ও এলাকাবাসী সুত্রে জানান,লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে ব্যাটালিয়ন (১৫ বিজিবি) নেতৃত্বে ০৫ জন সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের মেইন পিলার ৯১৮নং এর কাছে বাংলাদেশের অভ্যান্তরে খানকারচর নামকস্থানে বাংলাদেশী চোরাকারবারী কর্তৃক ভারতীয় ১০টি গরু আটক করা হয়। পরে সীমান্তে বসবাসকারী চোরা কারবারি বিজিবির উপর আক্রমণ করে আটককৃত ১০টি গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এসময় ওই এলাকাবাসীর আক্রমণে বিজিবির সদস্য নায়েক মোঃ মাহেদুর মাথা আঘাত পেয়ে আহত হয়। এসময় বিজিবি আত্মরক্ষার্থে ৩৮ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েন। এ সময় পারভেজ হোসেন(২২) নামে এক যুবকের পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন।

গুলিবিদ্ধ আহত মোঃ পারভেজ হোসেন(২২) কালীগঞ্জ উপজেলার কুড়োল ইউনিয়নের খান্ডেরছড়া গ্রামের সাদেকুল ছেলে।

এদিকে ১৫ বিজিবি ব্যাটালিয়ন উপ—অধিনায়ক মেজর মোহাম্মদ আসিফুল ইসলাম সিদ্দিকী তাৎক্ষনিক ঘটনাস্থলে পরিদর্শনে আসেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির বলেন,বিষয়টি জেনেছি বিজিবির পক্ষ থেকে এখনও কোন মামলা থানায় দেয়নি।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোফাজ্জল হোসেন বলেন,বিজেপির শান্তিপূর্ণ টহল দল এর উপর গ্রামবাসী হামলা চালালে এতে এক বিজিবি সদস্য আহত হয়। বিজিবি রক্ষার্থে ফাঁকা গুলি ছুড়েন। এ ঘটনায় স্থানীয় থানায় মামলা প্রক্রিয়া চলছে। বর্তমানে পরিস্থিতির স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT