শনিবার, ২৪ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন

লালমনিরহাটে প্রতারণার অভিযোগে জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক গ্রেফতার

লালমনিরহাটে প্রতারণার অভিযোগে জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাট সদর উপজেলায়
উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে প্রতারণা করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশ।

 

বৃহস্পতিবার(৩১ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক জাকিরুল ইসলামকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম। এর আগে গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতার জাকিরুল ইসলাম লালমনিরহাট জেলা ছাত্র সমাজের সাবেক আহবায়ক এবং জেলার মহেন্দ্রনগর ইউনিয়নের কাশিপুর এলাকার মৃত ফজলুল করিমের ছেলে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, জাকিরুল ইসলাম নামে একজন প্রতারক তার ০১৭১০৪৭৪১০৭ নাম্বারের সীম ব্যবহার করে একটি হোয়াটস অ্যাপ আইডি খুলে। যেখানে সরকারের উচ্চ পদস্থ ব্যক্তি বর্গের ছবি ব্যবহার করে বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরি দেওয়া অথবা বদলী করিয়ে দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেয়। এজাহারে ডিবি পুলিশ উল্লেখ করে যে, জাকিরুলের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা কর্মচারীদের সাথে ভালো সম্পর্ক রয়েছে। এছাড়া সে সরকারী কর্মচারীর প্রতীক এবং রূপ ধারন করে প্রতারণার উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন এবং ব্যক্তিগত প্রভাব খাটিয়ে টাঙ্গাইল জেলার নাগরপুর সলিমারাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আব্দুল আউয়ালকে সেনপাড়া পর্বতা ভূমি অফিস, মোহাম্মদপুর ভূমি অফিস/মিরপুর ভূমি অফিসে বদলি করিয়ে দিতে চেয়ে অর্থ গ্রহন এবং আত্মসাৎ করে। এছাড়া জাকিরুল হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বিভিন্ন চাকুরীর তদবির করার নাম করেও অর্থ হাতিয়ে নেয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক জাকিরুল ইসলামকে আটক পরবর্তী মোবাইল জব্দ এবং জিজ্ঞাসাব করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে জাকিরুল প্রতারণা বিষয়টি স্বীকার করে বলে এজাহারে উল্লেখ করে ডিবি। পরে এ ঘটনায় লালমনিরহাট ডিবি পুলিশের এসআই অমিতাভ রায় সদর থানায় জাকিরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করেন।

এ বিষয়ে লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, উচ্চ পদস্থ ব্যক্তিবর্গের তথ্য ব্যবহার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকিরুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। তাকে গতকাল(বুধবার) লালমনিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল কাদের বলেন, জাকিরুলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT