শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন

লালমনিরহাটে নতুন ট্রেন চালু ১ ডিসেম্বর

লালমনিরহাটে নতুন ট্রেন চালু ১ ডিসেম্বর

রংপুর টাইমস :

ঢাকা থেকে লালমনিরহাট পর্যন্ত রেলপথে নতুন ট্রেন চালু হচ্ছে। ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের ওই আন্তঃনগর ট্রেনটি আগামী ১ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চালু হবে। একই দিনে সদ্য উদ্বোধন হওয়া ঢাকা-কক্সবাজার রেলরুটেও ‘কক্সবাজার এক্সপ্রেস’ নামের নতুন আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

তিনি জানান, উত্তরবঙ্গের মানুষের রেলপথে যাতায়াত আরও সহজ করতে ‘বুড়িমারী এক্সপ্রেস’ নামের নতুন একটি আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। রাজধানীর থেকে উত্তরাঞ্চলের মানুষ সহজে এই ট্রেনে যাতায়াত করতে পারবেন। ফলে ঈদে উত্তরাঞ্চলের মানুষের ঘরে ফিরতে আর কোনো ভোগান্তি পোহাতে হবে না।

মন্ত্রী আরও জানান, ঢাকা থেকে যমুনা সেতু হয়ে শান্তাহার পার্বতীপুর রুটে রংপুর হয়ে লালমনিরহাটের বুড়িমারী পর্যন্ত চলাচল করবে ‘বুড়িমারী এক্সপ্রেস’।

জানা গেছে, কক্সবাজারে প্রথম বাণিজ্যিক ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী ১ ডিসেম্বর। প্রথম দিন ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-কক্সবাজার রুটে একটি করে আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT