শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে জমে উঠেছে ঈদের বাজার

লালমনিরহাটে জমে উঠেছে ঈদের বাজার

লালমনিরহাট প্রতিনিধি।।
ঈদ উল ফিতরের জম উঠেছে লালমনিরহাটে ঈদের বাজার। ২০ রমজানের পর থেকে সেই আমেজ বেশি বেগমান হয়ে ওঠে।
তারই ধারাবাহিকতায় উত্তেরর লালমনিরহাটে এবারেও শেষ মুর্হুতে জমে উঠেছে কেনাকাটা। শহরের জেলা পরিষদ মার্কেট, বাটামোড়, মিশন মোড়,গোসালা মার্কেটাসহ সকল মার্কেট ও ফুটপাত গুলোতে উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে।
ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মার্কেটের দোকানগুলো সেজেছে নানা রঙ্গের আলেকসজ্জায়। শুধু কাপড় নয় কসমেটিকস, জুতার দোকানগুলোতেও লেগেছে ঈদ উৎসবের হাওয়া। দিনের বেলা ভীর কিছুটা কম থাকলেও সন্ধ্যার পর লোকসমাগম বাড়ছে এসব দোকানে।
শহরের গোসালা মার্কেটে পোশাক ক্রয় করতে আসা ক্রেতা জামাল বাদশা বলেন, পোশাকসহ সকল জিনিসের দাম বেড়েছে। ঈদ উপলক্ষে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যে কেনাকাটা করতে হিমসিম খেতে হচ্ছে। অপর একজন ক্রেতা সুমি বেগম বলেন, বাচ্চা, স্বামীসহ পরিবারের সবার জন্য পোশাক কিনলাম। দাম গতবারের চেয়ে দাম বেশি হলেও প্রয়োজন ও ঈদকে ঘিরে ক্রয় করতে হচ্ছে। ক্রেতারা বলছেন গতবছরের তুলনায় পোশাকের দাম কিছুটা বেশি তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে করতে হচ্ছে সবার কেনাকাটা। গত বছরের তুলনায় পোশাকের মুল্য বৃদ্ধির অভিযোগ থাকলেও ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে দাম দাবি ব্যবসায়ীদের।
রমজানের শুরুতে ক্রেতা কম থাকলেও বর্তমানে বিক্রি বেড়েছে। দাম কিছুটা বেশি হলেও ক্রেতাদের ক্রয়ে আগ্রহ বেড়েছে বলে জানিয়েছেন শহরের জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ী উর্মি।
সম্মিলিত ব্যবসায়ী সমিতি গোসালা রোড লালমনিরহাটের সভাপতি মোকছেদুর রহমান বলেন, দিনের বেলা ক্রেতা কম থাকলেও বিকেল ও সন্ধ্যার পর ক্রেতা বাড়ে। ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে পোশাকের দাম। ক্রেতাদের আগ্রহ রয়েছে তারা ক্রয় করছে। বিক্রি ভালো হওয়ায় বিগত সময়ের (করোনা) ক্ষতি পুষিয়ে উঠবে ব্যবসায়ীরা।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক বলেন, ক্রেতাদের ভীর বেড়েছে মার্কেটগুলোতে। নির্বিঘ্নে ও নিরাপদে সবাই যেন ঈদ কেনাকাটা করতে পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ কাজ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT