শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক ২

লালমনিরহাটে ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার, হাতীবান্ধায় আটক ২

জেলা প্রতিনিধি, লালমনিরহাট।
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি শরিফুল ইসলামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) ভোরে উপজেলার কাশীরাম গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শরিফুল ইসলাম কালীগঞ্জ উপজেলার কাশীরাম গ্রামের বাবলু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ও তার পুত্র রাকিবুজ্জামান আহমেদের আস্থাভাজন কর্মী ছিলেন। তার বিরুদ্ধে রংপুর ও লালমনিরহাটে গত জুলাই ও আগস্ট মাসে বৈষম্য আন্দোলনকারীদের ওপর হামলা ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, শরিফুল ইসলামকে গ্রেপ্তারের পর আজ সকালেই আদালতে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও তিনি জানিয়েছেন।
অন্যদিকে, হাতীবান্ধা থানা পুলিশ পৃথক অভিযানে উপজেলার নওদাবাস ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম সুমন ও গড্ডিমারী ইউনিয়নের ০৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রমজান আলী খানকে গ্রেপ্তার করেছে। তবে, তাদের গ্রেপ্তারের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT