রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ পূর্বাহ্ন

লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

লালমনিরহাটে গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 

লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাটের পাটগ্রামে ইউরোপিয়ান ইউনিয়ন, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি(ইইএনডিপি)ও স্থানীয় সরকার বিভাগের সহযাগিতায় বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের গ্রাম আদালত ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৭ মার্চ) পাটগ্রাম উপজলা প্রশাসনের আয়োজনে উপজেলার শহীদ আফজাল মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আব্দুল ওহাব প্রধান।

বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলা ম্যানাজার দৌলতুন নেছার পরিচালনায় এই কর্মশালায় পাটগ্রাম উপজেলার সকল ইউনিয়ন পরিষদ সচিব ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশ নেয়। কর্মশালায় গ্রাম আদালতের এখতিয়ার ভুক্ত মামলা নথিভুক্ত করা এবং নথি পত্র ব্যবস্থাপনা বিষয়ে করনীয় সম্পর্ক আলাচনা করা হয়।

 

বাংলাদশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পটির বাস্তবায়ন সহযাগী সংস্থা হিসেবে ইকা-সোশ্যাল ডেভলোপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) গত সেপ্টম্বর’২৩ খ্রী: থেকে লালমনিরহাটের ৫টি উপজলাসহ বাংলাদেশের ২১ টি জেলার ১৭২ টি উপজেলার ১৫৭১ টি ইউনিয়ন নিয়ে কার্যক্রম শুরু করে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT