বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০২ অপরাহ্ন

লালমনিরহাটে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের মুক্ত গণমাধ্যম দিবসে সভা

লালমনিরহাটে ইয়ুথ জার্নালিস্ট ফোরামের মুক্ত গণমাধ্যম দিবসে সভা

রংপুর টাইমস:
মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে লালমনিরহাটে আলোচনা সভা করেছে ইয়ুথ জার্নালিস্ট ফোরাম জেলা শাখা। এতে ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহবান জানান সাংবাদিক নেতারা।
সংগঠনটির সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ শিপনের সঞ্চালনায় ও সভাপতি তন্ময় আহমেদ নয়নের সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
তিনি বলেন,অনেকের ধারণা ডিজিটাল নিরাপত্তা আইন সংবাদ কর্মীদের বাধাগ্রস্থ করার জন্য। আসলে তা নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশিকে তুলে ধরার জন্য সংবাদ পত্রের বিশাল ভূমিকা রয়েছে।
প্রধান আলোচক ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান বলেন,অতিতে সাংবাদিক হত্যার পরেও রাষ্ট্রিয় পৃষ্ঠপোষকতা পেয়েছে।যা আমাদের সরকারের সময়ে হয়নি। ৭৪ সালের বিষেশ ক্ষমতা আইন আজকের দিনেও প্রমাণ করেছে কতটা জরুরি ছিলো। সেই সময় প্রচুর পরিমাণে কালোবাজারি সহ অপরাধ জেগেই চলছিলো। মুক্ত ভাবনা চিন্তার আশ্রিত হব। বিশেষ করে গঠন মূলক কাজ করে সমাজ গড়বো। অন্যের স্বাধীনতা নষ্ট করবোনা।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আনিসুর রহমান লাডলা, সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম লিটন, কালীগঞ্জ প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম হেলাল, পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল হক দুলাল প্রমুখ।
এতে জেলার বিভিন্ন পর্যায়ের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT