শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫২ অপরাহ্ন

লালমনিরহাটের তিনটি আসনে আওয়ামীলীগসহ ২৬প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

লালমনিরহাটের তিনটি আসনে আওয়ামীলীগসহ ২৬প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

জেলা প্রতিনিধি,লালমনিরহাট।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমাদানের শেষদিনে লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহর নিকট উৎসব মুখর পরিবেশে সকাল থেকে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিয়েছে লালমনিরহাট -১ আসনে নৌকার পক্ষে মোতাহার হোসেনসহ ৮ জন, ২ আসনে কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদসহ ১১জন লালমনিরহাট সদর ৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মতিয়ার রহমানসহ ৭জন ।

বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

জেলার ৩টি সংসদীয় আসনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, জাসদ,সাম্যবাদী,জাকেরপার্টি,তৃণমূল বিএনপি, এনপিপি,গণতন্ত্রী পার্টি ও স্বতন্ত্র সহ ২৭ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন জমা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

লালমনিরহাট- ১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৮ জন। এদের মধ্যে লালমনিরহাট ১ আসন- আওয়ামী লীগের প্রার্থী লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন। জাসদে ডক্টর হাবিব মোহাম্মদ ফারুক। জাতীয় পার্টির হাবিবুল রহমান বসুনিয়া। কেন্দ্রীয় আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা উপ-কমিটির সদস্য স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান প্রধান। তিন্নমূল বিএনপির আব্দুল আলিম। ইসলামী ঐক্য ফন্টের আলী আজাহার আজম। জাকের পার্টি -মানিকুর রহমান মানিক। স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন তাজু।

লালমনিরহাট-২ আসনে মনোনয়ন জমা দেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি স্বতন্ত্র সিরাজুল হক। স্বতন্ত্র প্রার্থী হালিমা খাতুন। তৃণমূল বিএনপি শিরিন তাবাসসুম রায়হান মোস্তাজির তামান্না, জাতীয় পার্টির সাবেক প্রকৌশলী দেলোয়ার হোসেন, জাকের পার্টির রজব আলী,বাংলাদেশ কংগ্রেসের দেলাববর হোসেন। স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত,
বাংলাদেশ মুসলিম লীগ বাদশা মিয়া। গণতন্ত্র পার্টির সুবৃত্তি রানী, এনপিপি শরিফুল ইসলাম।

লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামিলীগের মনোনয়ন প্রাপ্ত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান। এছাড়াও জাতীয় পার্টির জাহিদ হাসান লিমন, স্বতন্ত্র প্রার্থী সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর, স্বতন্ত্র রবীন্দ্রনাথ বাবুল, জাকের পার্টি শফিজ্জামান, জাসদ ইনু – আজমুল হক পুতুল, বাংলাদেশের সাম্যবাদী দল – আশরাফুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।

লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ লালমনিরহাটের তিনটি আসনে ২৬ জন মনোনয়নপত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT