শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৩ অপরাহ্ন

রাজারহাটে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন

রাজারহাটে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি।।

পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজারহাট প্রেসক্লাবের উদ্যোগে ৬৫০টাকা কেজি দরে দেশি গরুর মাংস বিক্রি উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের ব্র্যাক মোড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম এর উদ্ধোধন করেন।

 

জানা গেছে, এবারে রমজান মাস শুরুর দু’দিন আগ থেকে উপজেলা সদর সহ বিভিন্ন বাজারে ‘কসাইরা অন্যান্য সময়ের চেয়ে বেশি মূল্যে ৭০০টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু করেন। এছাড়া ২৫০ গ্রামের নিচে মাংস বিক্রি বন্ধ করে দেন। এরপ্রেক্ষিতে রাজারহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ ১১মার্চ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে “টাকা আমরা দিবো। রাজারহাটে পবিত্র মাহে রমজান মাসে বিনালাভে গরুর মাংস
সরবরাহের জন্য আগ্রহী ২জন কসাই প্রয়োজন। তাদের পারিশ্রমিক দেয়া হবে। যোগাযোগ করুন “শিরোনামে একটি পোষ্ট করেন। পরে রাজারহাট ব্র্যাক মোড়ের মাংস বিক্রেতা আমিনুল ইসলাম রমজান মাসে সাশ্রয়ি মূল্যে গরুর মাংস বিক্রি করতে রাজী হন। সোমবার রাতে রাজারহাট প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম এবং রাজারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এনামুল হক সর্বসম্মতিক্রমে প্রতি কেজি দেশী গরুর মাংস ৬৫০টাকা দরে এবং সর্বনিম্ন ১শ গ্রাম মাংস বিক্রির সিদ্ধান্ত হয়।
পরে মঙ্গলবার উপজেলা নিবাহী কর্মকর্তা মোছাঃ খাদিজা বেগম উপস্থিত থেকে ৬৫০ টাকা কেজিতে দেশি গরুর মাংস বিক্রির উদ্ধোধন করেন।

এসময় বক্তব্য দেন, রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, রাজারহাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, চাকিরপশার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস ছালাম, সহকারি অধ্যাপক এরশাদুন্নবী নবিন, রাজারহাট কিন্ডার গার্ডেন এর প্রধান শিক্ষক বাদশা মিয়া প্রমূখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT