শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ অপরাহ্ন

রংপুর-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিলি

রংপুর-২ আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন লিলি

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (তারাগঞ্জ ও বদরগঞ্জ) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেত্রী সুমনা আক্তার লিলি।

 

রোববার (১৯ নভেম্বর) দুপুরে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি ।

ফরম সংগ্রহের পর সুমনা আক্তার লিলি মুঠোফোনে আলাপন প্রতিনিধিকে বলেন, আমি ছাত্রলীগ থেকে রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত থেকে আজ নিজের কর্মদক্ষতায় আওয়ামী লীগের নেত্রী হয়েছি। রাজনীতির পুরোটা সময় আমি আমার এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন, প্রতিটি এলাকায় সম উন্নয়নের প্রতিশ্রুতি ও বদরগঞ্জ-তারাগঞ্জের মানুষকে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কের সহযাত্রী করতে আমি জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হতে কাজ করছি।

আমি তরুণসহ সব বয়সী মানুষের সমর্থনে এগিয়ে যেতে চাই। আমি জনগণের আকুণ্ঠ সমর্থনে নির্বাচিত হয়ে এলাকার মানুষের দিন বদলে দেওয়ার চেষ্টা চালিয়ে যাব। দল আমাকে প্রার্থী হতে মনোনীত করলে আমি আমার প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের সুনাম অক্ষুণ্ণ রেখে আমার নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত রাখবো।

 

আমার নির্বাচনী এলাকায় (তারাগঞ্জ ও বদরগঞ্জ) এখনো অনেক উন্নয়নমূলক কাজ বাকী রয়েছে। যেগুলো সম্পাদন করলে এলাকার উন্নয়নের পাশাপাশি দলের সুনাম বৃদ্ধি পাবে, বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রীর প্রতি আমার এলাকার সাধারণ মানুষের আস্থা।

আওয়ামী লীগ নেত্রী সুমনা আক্তার লিলি রংপুর -২ আসন থেকে নির্বাচনে জনপ্রিয়তা নিয়ে নিজ যোগ্যতায় নির্বাচিত হওয়ার লক্ষ্যে দীর্ঘদিন থেকে এলাকায় কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে নৌকার পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন যা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT