নিজস্ব প্রতিবেদক, রংপুর :
দুর্নীতি ও Kleptocracy বিষয়ে যুব সম্প্রদায়ের সচেতনতা বৃদ্ধিতে রংপুরে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
Transnational Responses Against Corruption and Kleptocracy (TRACK) III
প্রকল্পের আওতায় শনিবার (০৭ ডিসেম্বর) পর্যটন মোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় রংপুর জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ৩৭ জন যুব অংশগ্রহণ করেন। এসময়
অংশগ্রহণকারীরা দলীয় কাজের মাধ্যমে তাদের দুর্নীতি ও Kleptocracy বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন ও নীতিমালা সংস্কারে তাদের দায়িত্ব কর্তব্য উপস্থাপন করেন। পাশাপাশি মাঠ পর্যায়ে স্বাক্ষরতা অভিযান
পরিচালনায় তাদের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন রূপসা সংস্থার নির্বাহী পরিচালক হিরন্ময় মন্ডল এবং সঞ্চালনা করেন টিম লিডার জুলি বাড়ই।
দুর্নীতি ও Kleptocracy বিষয়ে প্রেজেন্টশন করেন রূপসার পরিচালক (কর্মসূচি) শেখ মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, রংপুর এর সহকারী পরিচালক হোসাইন শরীফ, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর রউফ শাহ্, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ওমর
ফারুক, রংপুর মহানগর সুজনের সভাপতি ফখরুল আনাম বেঞ্জু।
কর্মশালায় যুবরা বলেন, বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে
কাজ করতে হবে এবং দেশব্যাপী একটি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কর্মশালায় যুবরা সততার অঙ্গীকারনামা পাঠ করেন, যা দুর্নীতি ও Kleptocracy এর প্রতি তাদের প্রতিশ্রুতি প্রকাশ করে। উপস্থিত সকলে সততার অঙ্গীকারনামার প্রতি একমত পোষণ করে অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
প্রকল্পটি ইন্টারন্যাশনাল রিপাবলিক্যান ইনস্টিটিউড (আইআরআই) এর আর্থিক সহায়তায় রূপসা সংস্থা কতৃক বাস্তবায়িত হচ্ছে।