বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৮:২০ অপরাহ্ন

মানবাধিকার দিবসে টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ ছাত্রদলের মানববন্ধন

মানবাধিকার দিবসে টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ ছাত্রদলের মানববন্ধন

জামান মৃধা, ডিমলা (নীলফামারী) :

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশে খুন-গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচারের দাবিতে এই মানববন্ধন করেছে উপজেলার টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ ছাত্রদল শাখা।

 

 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা বারোটার পর নীলফামারীর ডিমলা উপজেলার টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পতিত স্বৈরশাসক আওয়ামী লীগ সরকারের শাসনামলে নির্যাতনের শিকার ছাত্রদল নেতাকর্মীদের নিপীড়নের ঘটনায় যথাযথ বিচার দাবি জানান উপস্থিত বক্তারা।  মানববন্ধনে নেতৃত্ব দেন অত্র কলেজ শাখা ছাত্রদল নেতা প্লাবন ও তারিফ ইসলাম।

 

 

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. সেলিম ইসলাম (সাগর), ছাত্রদল ডিমলা ইসলামিয়া ডিগ্রী কলেজ শাখা আহবায়ক লিমন হোসেন, টেকনিক্যাল এন্ড বিএমআই কলেজ ছাত্রদল নেতা রোমিও ইসলাম প্রমুখ।

 

 

উল্লেখ্য, বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT