লালমনিরহাট প্রতিনিধি:
ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতকে ঘিরে লালমনিরহাটে ৫ উপজেলার সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৮ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন বিঘা করিডোর এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে। এ কাজে অতন্দ্র প্রহরী হিসেবে নিয়োজিত রয়েছে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন, রংপুর ৫১ ব্যাটালিয়ন ও তিস্তা ৬১ ব্যাটালিয়ন।
সীমান্তবর্তী দহগ্রাম ইউনিয়নের সদস্য রাব্বানী বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবির টহল বাড়ানো হয়েছে।আগে ৫০০ গজ অন্তর একজন দায়িত্ব পালন করলেও এখন ৩০০ গজ অন্তর বিজিবি সদস্যরা টহলে রয়েছেন।
৫১ বিজিবি পাটগ্রাম পানবাড়ি কোম্পানি কমান্ডার শহীদ জানান,বিজিবি টহল জোরদার রয়েছে। দহগ্রাম দিয়ে চলাচলের সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্র সঙ্গে রাখবেন। পাশাপাশি বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় গিয়ে বলা হচ্ছে বাংলাদেশিদের সতর্ক ভাবে চলাচলের জন্য অনুরোধ করা হচ্ছে।