রংপুর টাইমস:
ঢাকাগামী বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারী স্টেশন থেকে চালুর দাবিতে অবস্থান কর্মসূচি করেছে সচেতন জনগণ।আগামী ১২ ডিসেম্বরের মধ্যে বুড়িমারী রেল স্টেশন থেকে বুড়িমারী ও লালমনি এক্সপ্রেস ট্রেন চালু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা।
শুক্রবার (১ নভেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলার বড়খাতা রেলস্টেশনে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচী পালন করেন।
আন্দোলনকারীরা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর বুড়িমারী-ঢাকা রেলরুটে চলতি বছরে ১২ মার্চ বুড়িমারী রেলস্টেশন থেকে যাত্রা শুরু করেছে আন্তঃনগর ট্রেন ‘বুড়িমারী এক্সপ্রেস’। উদ্বোধনের ৬ মাস পেরিয়ে গেলেও বুড়িমারি রেলস্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল করে না।
উদ্বোধনের পর থেকেই লালমনিরহাট রেলস্টেশন থেকে ঢাকার রুটে চলাচল করে। অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারী রেল স্টেশন থেকে ঢাকা রুটের ট্রেনটি চলাচল বাস্তবায়ন করা হোক।
বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বাস্তবায়নের দাবীতে গত ১২ সেপ্টেম্বর রেলওয়ে পশ্চিমের ডিআরএম এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, কমরেড শওকত হোসেন আহমেদ,ইঞ্জিনিয়ার ফেরদৌস কিনজল বাবু,সাংবাদিক ফারুক হোসেন নিশান,বাংলাদেশ মফসল সাংবাদিকের লালমনিরহাট জেলা সাধারণ সম্পাদক, আসাদুজ্জামান সাজু, দীপ্ত চন্দ্র রায়,পাটগ্রামের সবুজ ইসলাম,ফিরোজ হোসেন’সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
উক্ত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন,মতি মোক্তার।এ সময় বড়খাতার সাধারণ জনগণ এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।