জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব ও খালিশা চাপানি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক (হুদা) অভিযোগ করেছেন, ”একটি মহল আমার নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে”।
এরই প্রতিবাদে বুধবার (৯ অক্টোবর) দুপুর ১২টার পর উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের গোডাউন হাটে একটি সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শামসুল হক (হুদা) বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর একটি স্বার্থান্বেষী মহল প্রতিনিয়ত আমার নামে মিথ্যা অপপ্রচারে নিয়োজিত। স্থানীয় কতিপয় কিছু স্বার্থন্বেষী ব্যক্তি অর্থের বিনিময়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে মানুষকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে মানববন্ধন করায়। আর কিছু সাংবাদিক নীতি, নৈতিকতা বহির্ভূতভাবে আমার কোনো বক্তব্য না নিয়েই মিথ্যা সংবাদ প্রচার করে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উপস্থিত এই সংবাদ সম্মেলনে ডিমলা উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলজার হোসেন, খালিশা চাপানি ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, খালিশা চাপানি ইউনিয়ন মহিলা দলের নেত্রী রিনা বেগম, ইউপি সদস্য কামিনী কুমার রায়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি রেজাউল করিম, আল মামুনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।