শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৮ পূর্বাহ্ন

প্রেমের টানে এবার নীলফামারীতে চীনা নাগরিক

প্রেমের টানে এবার নীলফামারীতে চীনা নাগরিক

রংপুর টাইমস :

এবার প্রেমের টানে নীলফামারীতে এসে মিন্নি আকতার মিথুন (২০) নামের তরুণীকে বিয়ে করেছেন লিন ঝানরুই নামের এক চীনা নাগরিক। বিয়ের আগে নিজের ধর্ম ত্যাগ করে আদালতের মাধ্যমে ইসলাম ধর্মও গ্রহণ করেছেন তিনি।

মঙ্গলবার (১৮ জুলাই) নীলফামারীর সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ে হয়। এর আগে ঈদুল আজহার দুদিন আগে চীনা নাগরিক লিন প্রেমের টানে বাংলাদেশে আসেন।

খোঁজ নিয়ে জানা গেছে, লিন ঝানরুই (৫০) চীনের গুয়ানডং শহরের চিশুয়ী টাউনের লিন সিংকের ছেলে। মিন্নি আকতার মিথুন নীলফামারীর সৈয়দপুর শহরের কয়ানিজ পাড়ার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এ কে এম মোস্তাফিজুর রহমানের মেয়ে।

আরও পড়ুন: প্রেমের টানে মালয়েশিয়ান তরুণী এখন পাবনায়

বিজ্ঞাপন

পরিবার সূত্র জানায়, উত্তরা ইপিজেডের টিএইচটি-স্পেস ইলেট্রিক্যাল কোম্পানিতে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন চীনা নাগরিক লীন ঝানরুই। একই কোম্পানিতে চাকরি করতেন মিন্নি। গেলো বছরের আগস্ট মাসে সৈয়দপুর শহরের একটি কমিউনিটি সেন্টারের মিন্নি এক সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে পরিচয় হয় লিন ঝানরুই সঙ্গে। সেই পরিচয় থেকে গড়ে ওঠে প্রেম। তবে প্রেমের বিষয়টি জানাজানি হলে কোম্পানি বিশেষ কারণ দেখিয়ে নিজ দেশে পাঠিয়ে দেয় লিন ঝানরুইকে।

এরপর প্রেমিকার টানে গত ঈদ-উল আযহার দুদিন আগে লিন ছুটে আসেন নীলফামারীর সৈয়দপুরে। চলতি সপ্তাহের মঙ্গলবার লিন আদালতের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ মোহাম্মদ লাবিব নাম রাখেন। ওইদিনেই ১৫ লাখ ৫০ হাজার ৫০১ টাকা দেনমোহরে বিবাহবন্ধনে আবদ্ধ হয় লাবিব-মিন্নি।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, চীনা নাগরিকের ইসলাম ধর্মগ্রহণ এবং বিয়ে সম্পন্ন বিষয়টি অবগত নই। খোঁজ নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT