শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৮ পূর্বাহ্ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিতের আবেদন

রংপুর টাইমস:

সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষক নিয়োগে প্রথম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ ডিসেম্বর। এর আগে পরীক্ষাটি স্থগিতের আবেদন জানিয়েছেন প্রার্থীদের একাংশ।

বুধবার (৬ ডিসেম্বর) প্রার্থীদের পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা দিয়েছেন মো. আশরাফুল ইসলাম। হরতাল-অবরোধের মধ্যে পরীক্ষার্থীদের নিরাপত্তার সংকটের কারণ দেখিয়ে এই আবেদন করা হয়েছে।

জানা যায়, প্রথম ধাপের এই পরীক্ষায় রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের ১৮টি জেলায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন তিন লাখ ৬০ হাজার ৭০০ জন।

একাধিক প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, একই দিনে কেন্দ্রীয়ভাবে ঢাকায় সমন্বিত ১০ ব্যাংকে। সিনিয়র অফিসার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একই দিনে বড় দুই নিয়োগ পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। একটি পরীক্ষায় অংশ নিলে অন্যটিতে অংশগ্রহণের সুযোগ হারাবেন তারা। ব্যাংক পরীক্ষার সময়সূচি পরে প্রকাশ করার কারণে এই পরীক্ষাটি স্থগিতের জন্য ব্যাংকার্স সিলেকশন কমিটিতে আবেদন করেন তারা। আবেদনে সাড়া না পেয়ে গত সোমবার আদালতে রিট করেন।

এবার প্রাথমিকের পরীক্ষা স্থগিত চেয়ে ইসিতে আবেদন করেছেন প্রার্থীদের একাংশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT