পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনকালে ৪ জনকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) বিকেলে পীরগাছা রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করা হয়। এছাড়া একই দিনে হেরোইনসহ দুই মাদকসেবিকে গ্রেপ্তার করে পৃথক দুটি মামলা দায়ের করা হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন- গুয়াবাড়ি গ্রামের আইয়ুব আলীর ছেলে সাগর আহমেদ (৩৬), বড়পানসিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আনারুল ইসলাম (৪০), দশগাঁ গ্রামের মৃত হাসেন আলীর ছেলে কাশেম আলী (৬০) ও একই গ্রামের মামুন মিয়া।
গ্রেপ্তারকৃতরা হলেন- অনন্তরাম বড়বাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামীম মিয়া (৩৮) ও চন্ডিপুর গ্রামের মৃত পানা হাজীর ছেলে রফিকুল ইসলাম (৪২)।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর খ সার্কেল মিঠাপুকুরের একটি টিম পুলিশ ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সারাদিন পীরগাছা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪ জনকে গাঁজা সেবনরত অবস্থায় হাতেনাতে গ্রেপ্তার করে। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাগর ও আনারুলকে ৬ মাসের এবং কাশেম ও মামুনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদন্ড করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন এবং সহকারী কমিশনার (ভূমি) ইফতেশাম প্রীতি। একই দিনে দুই হিরোইনসেবীর বসতবাড়িতে অভিযান চালিয়ে ৪ গ্রাম হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর খ সার্কেল মিঠাপুকুরের এর পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) রফিকুল ইসলাম।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দন্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল তাদের আদালতে প্রেরন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হক সুমন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তারকৃত ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থ দন্ড প্রদান করা হয়েছে।