বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

পীরগাছায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

পীরগাছায় প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় নটাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবিরের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

 

 

বুধবার (২৮ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই বিক্ষোভ সমাবেশে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।

 

স্থানীয়দের অভিযোগ, প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বিদ্যালয়টিতে যোগদানের পর থেকে নিজের আত্মীয়-স্বজন দিয়ে পকেট কমিটি গঠন করে নিয়োগ বানিজ্যসহ নানা অনিয়মের সাথে জড়িত। তার একক আধিপত্য ও আওয়ামী সরকার দলীয় লোকজনের ছত্র-ছায়ায় বিদ্যালয়টির সুষ্ঠু পরিবেশ বিঘ্ন হচ্ছে এবং দিন দিন শিক্ষার্থী কমে যাচ্ছে। এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, জাল শিক্ষা সনদে চাকুরী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বাঁধা প্রদানের অভিযোগ উঠেছে।

স্থানীয় জয়নাল আবেদীন, রফিক মিয়া বলেন, বিদ্যালয়টি পারিবারিক বিদ্যালয়ে পরিণত হয়েছে। প্রধান শিক্ষক ক্ষমতার প্রভার খাটিয়ে তার পরিবারের লোকজন ও আত্নীয়-স্বজনদের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে সরকারি টাকা লুটপাট করে খাচ্ছেন।

ম্যানেজিং কমিটির সদস্য লাল মিয়া বলেন, প্রধান শিক্ষক শুধু আমাদের কাছে স্বাক্ষর নিতেন। পরে যোগদানের সময় আমরা জানতে পারতাম তিনি নিয়োগ পেয়েছেন। এছাড়া আমরা কিছু জানতাম না।

 

তিনি আরও বলেন শিক্ষার্থী ও এলাকাবাসীর এই আন্দোলন যৌতিক। আমি তার পদত্যাগ দাবি করছি।

 

বিক্ষোভ সমাবেশ চলাকালে প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বিদ্যালয়ে দেখা যায়নি। এ বিষয়ে জানতে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT