শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন

পীরগাছায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

পীরগাছায় নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় শেখ রাসেল দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হক সুমন। উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য দেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুছ ছালাম, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া, শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, সহকারি প্রেগ্রামার মোছাঃ আফছানা জাহান, পীরগাছা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান, রংপুর জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হান্নান প্রমুখ।

 

বক্তারা তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জীবনী উপর ব্যপক আলোকপাত করেন। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। পরে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT