শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন

পাটগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

পাটগ্রামে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাট প্রতিনিধি।।

লালমনিরহাটে মজনু হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

 

(সোমবার দুপুরে ) লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত শাহাজ উদ্দিন ওরফে সাতদিনের বাড়ি জেলার পাটগ্রাম উপজেলার ধবল সূতি গ্রামে।

 

জানা গেছে,২০২০ সালের ১ আগষ্ট পাটগ্রাম উপজেলার ধবলসূতি গ্রামের আলতাফ হোসেনের ছেলে মজনু ইসলামকে ধরলা নদী থেকে পাথর তোলাকে কেন্দ্র করে একই এলাকার শাহাজ উদ্দিন লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। পরে গুরুতর আহত মজনুকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

 

 

এ ঘটনায় মামলা করেন নিহতের বাবা আলতাফ হোসেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আসমী শাহাজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক মাস কারাদন্ডের আদেশ দেয়।

 

 

মামলার অপর আসামাী রহিমা বেগমকে খালাস দেন আদালত। রায়ে নিহতে ভাই ও রাস্ট্র পক্ষের আইনজীবী সন্তোষ প্রকাশ করেছেন।

 

লালমনিরহাট জেলা দায়রা ও জজ আদালত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডঃ আকমল হোসেন বলেন,আসামি ওই ব্যক্তিকে লোহা দিয়ে মাথায় আঘাত করলে সে মারা যান।

 

 

এ ঘটনার পর চার্জ গঠন হয়। আজ বিজ্ঞ আদালত সাক্ষী প্রমাণ ভিত্তিতে আসামিকে যাবতজীবন কারাদণ্ড প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT