বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

পাটগ্রামে বিদ্যুৎবিভ্রাট বিষয় নিরসনের লক্ষ্যে নেসকো সাথে ছাত্র্র্রদের আলোচনা

পাটগ্রামে বিদ্যুৎবিভ্রাট বিষয় নিরসনের লক্ষ্যে নেসকো সাথে ছাত্র্র্রদের আলোচনা

রংপুর টাইমস:

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়ার প্রকট সমস্যা বিদ্যুৎ বিভ্রাট বিষয়টি নিরসনের লক্ষ্যে পাটগ্রাম বিক্রয় ও বিপণন কেন্দ্র নেসকোতে সাধারণ ছাত্রসমাজের আলোচনায় হয়।

সোমবার দুপুরে আলোচনা অনুষ্টিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পাটগ্রাম নেসকো, চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সার্কেল-২ হেড অফিস, রংপুর নেসকো।

 

অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যাবস্থা গ্রহণের আশ্বাস দেন। আমাদের আলোচনায় বাউরাকে কিভাবে বৈষম্যের শিকার করা হয়েছে তা তুলে ধরি। ১৮ ই আগস্ট ২০২৪ বিদ্যুৎ অফিস থেকে বিদ্যুৎ লোডশেডিং এর হিসাব: ★বাউরায় ৪ ঘন্টা ৫২ মিনিট ★ বুড়িমারী ৪ ঘন্টা ৩৭ মিনিট ★সরকারেরহাট ৪ ঘন্টা ★পানবাড়ি ৪ ঘন্টা ★জগতবেড় ২ ঘন্টা ৪৫ মিনিট ★পাটগ্রাম ২ ঘন্টা ★রাজারহাট ১ ঘন্টা ৪৪ মিনিট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT