বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

পাটগ্রামে পরিবেশ বিধবংসী  ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

পাটগ্রামে পরিবেশ বিধবংসী  ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস করলেন ইউএনও

পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম পৌর বাজারে ও ব্যক্তি মালিকানাধীন দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২৯জুন) বিকেলে উপজেলার পৌর বাজারসহ সুজন নার্সারি ও ভাই ভাই নার্সারিতে এ অভিযান পরিচালনা করেন পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ।
আদালত সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার বিভিন্ন বাজারে পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী ।

রবিবার (২৯জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি দপ্তরের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ । এ সময় ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করা হয়। এর পর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দকৃত গাছের চারা ধ্বংস করা হয়। অভিযানকালে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার উপস্থিত ছিলেন।

 

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল গাফ্ফার বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ করা হয়। তাহারই অংশ হিসেবে উপজেলা প্রশাসন এবং উপজেলা কৃষি অফিসের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের রোপণ, উত্তোলন, সরবরাহ, বিক্রয় ও বিপনন নিষিদ্ধ। পাটগ্রাম পৌর বাজারে ও ব্যক্তি মালিকানাধীন দুটি নার্সারিতে অভিযান চালিয়ে ৬ হাজার ৪৪০ টি পরিবেশ বিধবংসী ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধবংস করা হয়েছে। পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT