শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩২ অপরাহ্ন

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ৪ মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ও ৪ মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ঝালঙ্গী গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে বহিরাগত লোকজনদের নিয়ে ৪ বসতবাড়ি, বাড়ির আসবাবপত্র ও ৪ টি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে।

 

এ সময় তিনজন গুরুতর আহত হয়েছে।

শনিবার (০১ জুলাই) দুপুরে ঘটনা ঘটে। এ ঘটনায় ১১ জনের নামসহ ও অজ্ঞাত ৫০ জনের বিরুদ্ধে শনিবার রাতে থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী সাইফুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের স্বপনুজ্জামান স্বপনের সাথে সাইফুলদের জমি নিয়ে দীর্ঘদিন হতে বিরোধ চলে আসছে। বিরোধের জেরে শনিবার দুপুরে স্বপনের নেতৃত্বে সাইফুলদের বসতবাড়িতে হামলা চালিয়ে বসতঘর ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ সময় সাইফুল ও তাঁর লোকজনেরা এগিয়ে আসলে তাঁদের ওপরও হামলা চালানো হয়। এতে সাইফুলের চাচা আমিরুল হক, শ্বশুর জবেদ আলী, চাচি রহিদা খাতুনসহ তিনজন গুরুতর আহত হন।

আহতদেরকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাইফুল ইসলাম বলেন, ‘আমার বাবা-চাচাদের জমি স্বপনেরা অন্যায়ভাবে দখলে নিতে বহিরাগত লোকজনদের নিয়ে আমাদের ৪টি বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘর ও ৪ টি মোটরসাইকেল ভাঙচুর এবং টাকা লুট করে নিয়ে যায়।

 

আমার লোকজনেরা বাধা দিলে তিনজনকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’

তবে, স্বপন দাবি করে বলেন, ‘আমার ফুফুত ভাই আবেদারের সাথে জমি নিয়ে সাইফুলদের বিরোধ চলছে। আবেদার আমার বাড়িতে আসলে সাইফুলরা বহিরাগত গুন্ডা সাথে নিয়ে আমার বাড়ি, দেয়াল, সিসি ক্যামেরা ভাঙচুর করে। আমার মাকে, আমাকে ও আমার স্ত্রীকে মারপিট করে আহত করেছে।’

শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম প্রধান জানান, ‘বহিরাগত লোকজনদের নিয়ে বাড়িঘর, মোটরসাইকেল ভাঙচুর করা ঠিক হয়নি। এটা অন্যায়।’
এ ব্যাপারে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ‘দুই পক্ষেরই জমি নিয়ে বিরোধ চলছিল। উভয়ের মধ্যে মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুই পক্ষই অভিযোগ দিয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT