বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ধোঁয়ায় কৃষকদের ফসলহানি, গুড়িয়ে দেওয়া হলো সেই ইটভাটা

ধোঁয়ায় কৃষকদের ফসলহানি, গুড়িয়ে দেওয়া হলো সেই ইটভাটা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলার বামনসর্দার গ্রামে এমএসবি ব্রিকস ইটভাটার ধোঁয়ায় কৃষকের ফসলহানির ঘটনায় অবশেষে উচ্ছেদ করা হয়েছে সেই ইটভাটা।

 

 

সোমবার (১৯ মে) দুপুরে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়।

এর আগে গত ২৭ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের নজরে আসে বিষয়টি। কৃষি অধিদপ্তরের বিশেষজ্ঞরা সরেজমিন তদন্ত করে ৭৮ জন কৃষকের ৪১ একর জমির ফসলের ক্ষতি নিরূপণ করে ৮ লাখ ৩৫ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়। উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় প্রথমে ভাটা মালিক মমিনুল ইসলাম ক্ষতিপূরণ দিতে সম্মত হলেও, পরবর্তীতে একাধিকবার উপজেলা পরিষদে কৃষকদের ডেকে সময়ক্ষেপণ করেন। ক্ষতিপূরণ না পেয়ে গত ৪ মে কৃষকরা উপজেলা চত্বরে বিক্ষোভ করে ভাটা উচ্ছেদের দাবি জানান।

 

পরে ভাটা মালিক স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে নতুনভাবে ক্ষতির পরিমাণ নির্ধারণ করে গত ৮ মে রাতে কৃষকদের প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা কম ক্ষতিপূরণ প্রদান করেন। এতে কৃষকরা অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ভাটা উচ্ছেদের দাবি তোলেন।

অবশেষে সোমবার অভিযানে ইটভাটাটি উচ্ছেদ করা হলে সন্তোষ প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক কমল কুমার সরকার ও পরিদর্শক মাসুদুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ বলেন, ইটভাটাটি অবৈধ ছিল। এর কোনো লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছিল না। তাই আইন অনুযায়ী এটি ভেঙে ফেলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT