বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন

দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

দেবীগঞ্জে ৩৩ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

 

রাসেল আহম্মেদ প্রধান, দেবীগঞ্জ প্রতিনিধিঃ

পঞ্চগড়ের দেবীগঞ্জে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে দেবীগঞ্জ থানা পুলিশ।
সোমবার সকালে দেবীগঞ্জের টেপ্রীগঞ্জ ইউনিয়নের বটতলী বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম রবিউল ইসলাম রবি। সে পেশায় গাড়ি একজন চালক।

দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ উত্তর সরকারপাড়ার
মৃত আকালু মিয়ার ছেলে।

 

ভাউলাগঞ্জ বাজােরের ঢাকাগামী এক গাড়ি চালকের সংবাদের ভিত্তিতে দেবীগঞ্জ থানার এসআই আলতাফ হোসেন, এসআই নাসিম অভিযান চালিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে প্লাস্টিকের বস্তার ভিতরে থাকা ৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

গাড়ি চালক মুহিদুল জানান, আটককৃত গাড়ি চালক রবিউল ইসলাম রবি গাড়ি চালানোর পাশাপাশি সে ঢাকায় মাদক সরবরাহ করতো। তার বিষয়ে আমরা আগে থেকেই জানতাম তাকে ধরার জন্য সুযোগ খুজছিলাম। আজকে সকালে আমার গাড়িতে মাদকের পার্সেল উঠিয়ে দিয়ে সে আহসান গাড়িতে উঠে। পরে আমাদের সন্দেহ হলে মাদকসহ তাকে আটক করে রাখি। পরে দেবীগঞ্জ থানায় খবর দেই। তিনি আরও জানান, সে মাদকের চালান এক গাড়িতে দিয়ে অন্য গাড়িতে বগুড়া পর্যন্ত যেত। তারপর সে ওই গাড়িতে মাদক নিয়ে ঢাকা যেত। এভাবে দীর্ঘদিন ধরে সে মাদকের ব্যবসা চালিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জেল হাজতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT