বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

দাবি মোদের একটাই শেখ হাসিনার পদত্যাগ -ফখরুল

দাবি মোদের একটাই শেখ হাসিনার পদত্যাগ -ফখরুল

রংপুর টাইমস।। 

বিএন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, ১০ দফা নয় ২০ দফা নয় দাবি মোদের একটাই শেখ হাসিনার পদত্যাগ। দফা এক শেখ হাসিনার পদত্যাগ।

তিনি আরও বলেন, নিরপেক্ষ তত্তাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকার গঠনের পাশাপাশি নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। বর্তমান নির্বাচন ঠুঁঠো জগন্নাথ৷

তিনি আরো বলেন, রংপুর থেকে যখন লালমনিরহাটে প্রবেশ করি তখন দেখি রাস্তাঘাট খুবই খারাপ। সরকার বলছে উন্নয়ন উন্নয়ন। উন্নয়ন আওয়ামী লীগের ঘরে হচ্ছে বাইরে নয়। আওয়ামীলীগ নেতারা ব্যাংকের টাকা ভরছে, আর দেশের বাইরের বাড়ি করছেন।

শনিবার (২০মে) বিকেলে লালমনিরহাট কালেক্টরেড মাঠে বিএনপির বিশাল জনসবায় প্রধান অতিথির বিএন পির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ করে দলটি।

বিএনপি মহাসচিব বলেন, দেশে ৩৫ লাখ নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়েছে সরকার।

দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আজ মানুষের নাভিশ্বাস। কাঁচা বাজার থেকে এসব জিনিসের দাম হু হু করে বাড়ছে।

বিএনপি মহাসচিব বলেন, জনগনের কোন উন্নয়ন হয়নি। যা হয়েছে সব আওয়ামীলীগের। এখন আমাদের দাবি হচ্ছে অবৈধ ফ্যসিবাদ সরকারের পদত্যাগ। এরপর নিরপেক্ষ তত্বাবাধায়ক সরকারের অধীনে নির্বাচন।

কৃষক আন্দোলনের নেতা নুরল দীনের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘আপনাদের এই এলাকায় তার বাড়ি। যিনি কৃষক আন্দোলনে ডাক দিয়েছিলেন- কোনটে বাহে জাগো সবায়। আজকে আবার সেই ডাক এসেছে। আজকে আবার কারাগারের অভ্যান্তর থেকে গৃহবন্দী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে”।

মির্জা ফখরুল ইসলাম বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন- ‘ফয়সালা কবে রাজ পথে। ফিডব্যাক বাংলাদেশ। যে বাংলাদেশকে আমরা যুদ্ধ করে স্বাধীন করেছিলাম। সেই বাংলাদেশের জন্য মুক্তিযোদ্ধারা লড়াই করেছিলে একটা গণতান্ত্রিক বাংলাদেশে গড়তে। সেই বাংলাদেশকে আমরা ফিরিয়ে আনবো”।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, বক্তব্যে ‘ বহু নিযার্তন আমরা গত ১৭ বছর থেকে সহ্য করেছি। বহু অত্যাচার আমাদের উপরে হয়েছে। খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমুলের একজন সাধারণ কর্মীর নামে শুধু মামলা আর মামলা। পরিস্কার বলে দেই মামলা হামলা আর গুম করে আপনারা (আ,লীগ) আমাদের দমাতে পারবে না।

বিএনপির কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, ওনি বিবিসির সাক্ষাতকারে বলেছেন আমেরিকা ওনাকে চায়না। তাই আওয়ামীলীগের ভাইরা যারা বলেন- খেলা হবে। তাদেরকে বলতে চাই, আপনাদের ক্যাপ্টেন দুর্বল হয়ে গেছে। তাহলে আমাদের সাথে খেলবেন কি করে?

কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক,লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু‘র সভাপতিতে ও জেলা বিএনপির সম্পাদক হাফিজুর রহমান বাবলা‘র সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় আরও বক্ত্য রাখেন, কেন্দ্রিয় কমিটির সদস্য ব্যরিস্টার হাসান রাজীব প্রধান, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, বিএনপি নেতা একেএম মমিনুল হক, রোকন উদ্দিন বাবুল প্রমূখ।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT