শুক্রবার, ২৩ মে ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

দহগ্রাম সীমান্তে তারকাটার বেড়া নির্মাণে বিজিবির বাঁধায় পিছু হটল বিএসএফ

দহগ্রাম সীমান্তে তারকাটার বেড়া নির্মাণে বিজিবির বাঁধায় পিছু হটল বিএসএফ

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তের দহগ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তারকাটার বেড়া নির্মাণকালে বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ।

 

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলা দহগ্রাম ইউনিয়নের ৮/৫১-এস মেইল পিলারের কাছে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে তারকাটার বেড়া এবং সেই সাথে লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু এ সময় বিজিবি বাধা প্রদান করেন।

 

বিজিবি সূত্রে জানা গেছে,রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধীনস্থ লালমনিরহাটের পাটগ্রাম থানাধীন দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিপক্ষ ভারতীয় ৬ ব্যাটালিয়ন বিএসএফ এর করুন ক্যাম্পের বিএসএফ সদস্যগণ কর্তৃক ভারতীয় নাগরিকদের
সহায়তায় সীমান্ত পিলার ডিএএমপি ৮/৫১-এস হতে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে অবৈধভাবে তারকাটার বেড়া এবং সেই সাথে লোহার খুঁটি দিয়ে লাইট পোস্ট স্থাপন কাজ শুরু করে। সংবাদ পাওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে বিজিবি টহল দল দ্রুততার সাথে ঘটনাস্থলে
পৌছায় এবং উক্ত কাজে বাঁধা প্রদান করে। বিজিবির বাঁধা উপেক্ষা করে বিএসএফ সদস্যগণ কাজ অব্যাহত রাখার চেষ্টা করলে বিজিবি টহল দল তীব্র প্রতিবাদ জানায় এবং এক পর্যায়ে বিজিবি টহল দলের তীব্র প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সদস্যগণ কাজ বন্ধ রেখে সীমান্তের ১৫০ গজ ভারতের অভ্যন্তরে পিছু হটতে বাধ্য হয় এবং পরবর্তীতে অবৈধভাবে স্থাপনকৃত মালামাল সরিয়ে ১৫০ গজ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।

 

এ ব্যাপারে বিজিবি পানবাড়ি
কোম্পানি কমান্ডার কর্তৃক উল্লেখিত বিষয়ে তাৎক্ষণিক মৌখিকভাবে প্রতিবাদ জানানো হয়েছে। উক্ত এলাকায় বিজিবি টহল দল সার্বক্ষণিকভাবে অবস্থান পূর্বক নজরদারী বৃদ্ধি করা হয়েছে। উক্ত বিষয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিবাদলিপি প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT