শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৩ পূর্বাহ্ন

ডিসি স্যার মোক কম্বল দিছে, শীতে ভালো ঘুম হবে

ডিসি স্যার মোক কম্বল দিছে, শীতে ভালো ঘুম হবে

জামান মৃধা, (নীলফামারী প্রতিনিধি)

নীলফামারীর ডোমার উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৫ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের ৩টি আশ্রয়ণ প্রকল্পে এসব কম্বল বিতরণ করা হয়।

 

প্রত্যন্ত এই এলাকায় গত কয়েকদিন ধরে বেড়েছে শীতের তীব্রতা। তীব্র শীতে জবুথবুভাবে আশ্রয়ণ প্রকল্পে বাসিন্দাদের মাঝে সরকারের সহায়তা পৌঁছে দিতে এই উদ্যোগ জানিয়েছে জেলা প্রশাসন।

 

শীতবস্ত্র পেয়ে মজিবুর নামের এক বৃদ্ধ বলেন, আমি সরকারী আশ্রয়ন ঘরে থাকি কেউ খবর নেয় না। আজকে ডিসি স্যার মোক কম্বল দিল, এতে করি আমার খুব উপকার হইল।

 

শেফালী বেগম নামে এক বলেন, ‘কতজনের কাছে গেছি কেউ একটা কম্বল দেই নাই। আজকে স্যার মোক ডাকে আনি একটা কম্বল দিল খুব ভালো লাগলো। এলা শীতটা এই কম্বল দিয়া ভালোভাবে কাটবে।’

 

জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার ভিত্তিতে যাদের জমি ও ঘর নেই তাদেরকে জমিসহ ঘর দিয়েছেন। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের শীত নিবারণের চেষ্টায় কম্বল বিতরণ করলাম, যাতে তাদের শীতের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়। এছাড়াও আমরা জেলার ৬ উপজেলা ও চার পৌরসভায় আরও ৪০ হাজার কম্বল বিতরণ করেছি।

 

 

 

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নীলফামারী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম, সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT