মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৯ পূর্বাহ্ন

ডিমলা থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

ডিমলা থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু, জনমনে স্বস্তি

জামান মৃধা, ডিমলা (নীলফামারী)

গত কয়েকদিন ধরে চলা কর্মবিরতি শেষে কাজে ফিরেছেন পুলিশ। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রজনীগন্ধার গুচ্ছ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

 

এখন স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে থানায়। সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলা থানায় আনুষ্ঠানিক ভাবে সকল প্রকার আইনি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে থানা পুলিশকে সহযোগিতা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী।

 

 

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় টহল শুরু করেছে পুলিশ। মানবিক পুলিশের সার্বিক সহযোগিতার বাণী শোনাচ্ছেন তারা।

 

 

কর্ম বিরতি শেষে কাজে যোগদান করায় পুলিশকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় তারা বলেন, গত কয়েকদিন পুলিশ মাঠে না থাকায় আমরা রাতভর হাট-বাজার, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয় পাহারা দিয়েছি। আমাদের এই সহযোগীতা অব্যাহত থাকবে।

সেনা সূত্রে জানা গেছে, জনমনে আতঙ্ক দূর করতে পুলিশের সাথে কাজ করবে সেনাবাহিনী। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পুলিশের সাথে থাকবে তারা।

 

 

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় বলেন, অন্যান্য দিনের মতো ডিমলা থানায়ও পুলিশের কার্যক্রম আজ শুরু হয়েছে। পুলিশ মাঠে নামার পর স্থানীয় সর্বসাধারণের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024 Rangpurtimes24.Com
Developed BY Rafi IT