জামান মৃধা, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু ও খগাখরিবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান সিয়ামকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নে টুনিরহাটের পার্শ্ববর্তী ভগ্নিপতি মো. সোলেমান আলীর বাড়ি থেকে তাদের দুইজনকে গ্রেপ্তার করা হয়।
মো. আনোয়ারুল হক সরকার মিন্টু ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের চাচাতো ভাই। এছাড়া মেহেদী হাসান সিয়াম আনোয়ারুল হক সরকার মিন্টুর ভাগিনা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আনোয়ারুল হক সরকার মিন্টুসহ সিয়ামকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।